আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলা বিপণির শুভ উদ্বোধন হল শুক্রবার উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণে। এদিন উদ্বোধন করেন রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়।সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক ডা.পি দীপাপ প্রিয়া, মন্ত্রী বেচারাম মান্না। বিপণি বাজারে যেখানে থাকছে শাকসব্জির পাশাপাশি চাল, মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত সামগ্রীও পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। এদিনের এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ:সভাধিপতি অজয় ভট্টাচার্য, কৃষিজ বিপণন আধিকারিক সৌম্যজিৎ চৌধুরী,হাওড়া জেলা রেগুলেটেড মার্কেটিং কমিটির সচিব বাবু কোড়া, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস,উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল,বিধায়ক বিদেশ বসু,সুকান্ত পাল,পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct