আপনজন: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
বাদুড়িয়া চৌমাথা এলাকায় উদ্বোধন হলো বিধায়ক কার্যালয়। ফিতে কেটে উদ্বোধন করেন বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম । উপস্থিত ছিলেন বাদুড়িয়া মেইন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ উদ্দিন আহমেদ, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আবদুল খালেক মোল্লা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মমতাজ বিবি, তৃণমূল নেতা আশিক বিল্লা , বিশিষ্ট সমাজসেবী মনিরুল মন্ডল, তৃণমূল যুবনেতা জুবায়ের ভাষণ, সুরাজ গাজী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ও পৌরসভার নেতৃত্বরা । এদিন বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম বলেন, মুখ্যমন্ত্রী নিজে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকার কথা বলেছেন তাই বিধায়ক কার্যালয় করে মানুষের সঙ্গে আরও সুসম্পর্ক এবং জনসংযোগ করার লক্ষ্যেই এই বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করা। এছাড়া এই কার্যালয় থেকে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা হবে। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, এই বাদুড়িয়ার মাটি সম্প্রীতির মাটি বাদুড়িয়ার মানুষের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাদুড়িয়া চলবে বাদুড়িয়ার মানুষের প্রতি অন্যায় হবে এটা মেনে নেওয়া যাবে না প্রতিবাদ হবেই। বাদুড়িয়ার বিধায়কের নেতৃত্বে সম্প্রীতির সোনার বাদুড়িয়া গড়ে উঠবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাহেবকে বার্তা দিয়েছেন মানুষের পাশে থেকে কাজ করার বিধায়ক সাহেব মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন আগামী দিন বাদুড়িয়ার মানুষ শান্তি সম্মান ফিরে পাবে। জেলা পরিষদ সদস্য মমতাজ বিবি বলেন, বাদুড়িয়ার মানুষের ভয় পাবার কোন কারণ নেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে রয়েছি। যেখানে অন্যায় হবে আমরা সবাই আপনাদের পাশে দাঁড়াবো। বাদুড়িয়া মেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ উদ্দিন আহমেদ তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে সহযোগিতার কথা আমাদের বারবার বলছেন আমরা তাদের কথা মেনে চলবো কারো চোখ রাঙানি শুনবো না মানুষের অপমান মানুষের অসম্মান এটা চলবে না এই বাদুড়িয়া শান্তি সম্প্রীতির বাদুড়িয়া। তৃণমূল নেতা আশিকবিল্লা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আন্দোলনের মুখ বিধায়কের নেতৃত্বে বাদুড়িয়ার মানুষের সুখ দুঃখের আমরা পাশে থাকব। ২৬ সালের বিধানসভা নির্বাচনে বাদুড়িয়ার মানুষ আবার তৃণমূল কংগ্রেসকে ব্যাপক ভোটে জয়লাভ করাবে। বাদুড়িয়ার মানুষ বিধায়কের নেতৃত্বে তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের পাশে থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct