আপনজন: পূর্ব বর্ধমানের কাটোয়ার করজগ্ৰামে অবস্থিত রাজ্যের অন্যতম বহুমুখী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া করজগ্ৰাম মাদ্রাসায় অনুষ্ঠিত হল খতমে বুখারী ও ক্বেরাত সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মওদুদ আসআ’দ মাদানি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য মক্তব ও মাদ্রাসা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সভা পরিচালনা করেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ও অত্র মাদ্রাসার সেক্রেটারি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, মুসলমানদের বাঁচতে হলে ঈমান, আকিদা ও দ্বীনে ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। দ্বীনে ইসলামকে বাঁচিয়ে রাখতে মাদ্রাসা শিক্ষার বিকল্প কিছু নেই। দেশের সংবিধানের ২৫-৩০ নং ধারায় সংখ্যালঘুদের জন্য প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করার অধিকার দিয়েছে। ১৯৫১ সালে সুফি আবু তালেব চৌধুরী রহ. এর প্রচেষ্টায় এই মাদ্রাসা গড়ে উঠেছিল। দীর্ঘ ৭৪ বছর ধরে এই মাদ্রাসা যোগ্য আলিম, হাফিজ ও ইমাম তৈরী করে আসছে।
ইন্দোনেশিয়া ও ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীরা ক্বেরাত পাঠ করে সকলকে মুগ্ধ করেন। ছাত্রদের সহীহ বুখারী শরীফের সমাপনী পাঠদান করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও পশ্চিমবঙ্গের আমীরে শরীয়ত মাওলানা মনজুর আলম। পাঠদান শেষে ১৭ জন হাফেজ ছাত্র ও ১৮ জন মাওলানা বিভাগের ছাত্রদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সহ সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ চৌধুরী। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের নায়েবে আমীরে শরীয়ত মাওলানা হাজীবুদ্দীন কাসেমী, রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মাওলানা আরিফুল্লাহ চৌধুরী, রাবেতা বোর্ডের সম্পাদক মুফতি ফখরুদ্দীন আহমেদ, মাওলানা বদরুল আলম, মাওলানা আরশাদ আলী খান, মাওলানা আবুল কাসেম, মাওলানা ইমতিয়াজ আলী, মুফতি রেজাউল করীম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct