আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর দেওয়ান আব্দুল গণি কলেজে দুইদিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিনের সেমিনারের আয়োজক হলেন ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং Association of Geography and Ethnology of Moldova. মলডোভা থেকে সেমিনারে উপস্থিত ছিলেন, দেশের ভূগোল সংস্থার সম্পাদক ড. ডরিন লজোভানু, ইংল্যান্ড থেকে লিভিই ডমিট্রু ভানিলা এবং রোমানিয়া থেকে করনেলু ফিলিপ তিনি লেখক সংগঠনের সদস্য। কলেজে মুলত জাতিগত আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা সংখ্যালঘু বিষয়ের ওপর আলোচনা করা হয়। এই সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দালিপ কুমার মাইতি এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়। এছাড়াও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় ও আমেরিকান বিশ্ব বিদ্যালয়ের ড. রবিন চক্রবর্তী প্রমুখ। এদিনের অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদান করেন দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ড আব্দুল ওহাব। অনুষ্ঠানে দেশবিদেশের নানা গবেষক ও আলোচকগণ নানা বিষয়ের ওপর আলোচনা করেন এবং রায়গঞ্জ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তাপস পাল হিজরাদের ওপর গবেষণার ফলাফল তুলে ধরেন। অধ্যাপক ছাহির আলি মিঞা সেমিনারের উপদেষ্টা ছিলেন এবং সেমিনারের আহ্বায়ক হিসেবে ছিলেন ভূগোল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct