আপনজন ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার ঘোষণা করেছে যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ৪ মে নেওয়া হবে।
নিট-ইউজি-র জন্য আবেদন প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে এবং ৭ মার্চ শেষ হবে। পরীক্ষায় বসা পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এটি দেশের বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা। ২০২৪ সালে রেকর্ড ২৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এনটিএ প্রতি বছর মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য এনইইটি পরিচালনা করে। এমবিএসএস কোর্সের জন্য মোট ১,০৮,০০০ আসন রয়েছে। এর মধ্যে প্রায় ৫৬ হাজার সরকারি হাসপাতালে এবং প্রায় ৫২ হাজার বেসরকারি কলেজে পড়ে। ডেন্টিস্ট্রি, আয়ুর্বেদ, ইউনানি প্রভৃতি স্নাতক কোর্সে পরীক্ষার্থীরা ভর্তির জন্য নিটের ফলাফল ব্যবহার করের। এনটিএ গত মাসে ঘোষণা করেছিল গুরুত্বপূর্ণ পরীক্ষাটি কলম এবং কাগজের মোডে পরিচালিত হবে। উল্লেখ্য, গত বছরের নিটে প্রশ্ন ফাঁস নিয়ে তদন্ত করছে সিবিআই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct