আপনজন ডেস্ক: কয়েক মাস আগেও সবচেয়ে ধারাবাহিক ও দাপুটে ক্লাবগুলোর একটি ছিল ম্যানচেস্টার সিটি। সেই সিটি মাঝে যেন জিততেই ভুলে গিয়েছিল। অক্টোবরের শেষ দিন থেকে ডিসেম্বরে বক্সিং ডে পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে পেরেছিল পেপ গার্দিওলার দল।
ভয়াবহ সেই সময় থেকে বেরিয়ে এলেও আগের মতো ধারাবাহিকতা দেখাতে পারছে না সিটি। এক ম্যাচ জিতছে তো পরের ম্যাচেই হারছে কিংবা পয়েন্ট হারাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগেই সর্বশেষ ম্যাচে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে টানা চারবারের চ্যাম্পিয়নরা। মাঠে সিটির এমন দুরবস্থার কারণ হিসেবে অনেকেই ব্যালন ডি’অর জয়ী রদ্রি, দুই সেন্টারব্যাক জন স্টোনস ও রুবেন দিয়াজ এবং নিয়মিত একাদশের আরও কয়েকজনের মৌসুমের বিভিন্ন সময়ে চোটে পড়ার বিষয়টি সামনে এনেছেন। কিন্তু থিয়েরি অঁরি মনে করেন, এই মৌসুমে সিটির বাজে অবস্থার বড় কারণ স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে গার্দিওলার বিচ্ছেদ। নিজের জীবনে ঘটে যাওয়া একই ধরনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সম্প্রতি এ কথা বলেছেন ফরাসি কিংবদন্তি অঁরি। স্কাই স্পোর্টসকে অঁরি বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি ও পেপের (গার্দিওলার) সঙ্গে যা ঘটছে, এর জন্য কি আমি দুঃখিত? হ্যাঁ, একটা দিক থেকে অবশ্যই। ফুটবলের বাইরে পেপকে যা কিছু সামলাতে হয়েছে, তা সামলানো সহজ নয়। যখন আমি বার্সেলোনায় যোগ দিই, তখন আমাকেও এটার (বিচ্ছেদ) মধ্য দিয়ে যেতে হয়েছে। যখন আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, তখন এ ধরনের বিষয় মোকাবিলা করা সহজ নয়।’
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনা সেরার সঙ্গে গার্দিওলার পরিচয় ১৯৮৯ সালে। ১৯৯৪ সাল থেকে তাঁরা একসঙ্গে বাস করে আসছিলেন। ২০১৪ সালে বার্সেলোনায় ক্রিস্টিনাকে বিয়ে করে সেই সম্পর্কের পরিণতি দেন গার্দিওলা। কিন্তু সম্প্রতি তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
সংসার ভাঙার কারণ জানাতে গিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেরিওদিকো দাবি করে, গত নভেম্বরে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন করেন। ক্রিস্টিনা সেরা পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে থাকতে চেয়েছিলেন। কিন্তু গার্দিওলা তাঁর কথা না শুনে ইংল্যান্ডেই কোচিং ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ক্রিস্টিনা সেরা। ২০০৭ সালে অঁরি আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দিলে স্ত্রী ক্লেয়ার মেরির সঙ্গে তাঁরও বিচ্ছেদ হয়। পরের বছর গার্দিওলাকে কোচ করে আনে বার্সা। কাতালান ক্লাবটিতে গার্দিওলাকে দুই মৌসুম কোচ হিসেবে পান অঁরি। জেতেন চ্যাম্পিয়নস লিগসহ কয়েকটি শিরোপা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct