সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: বিদ্যালয়ের সরস্বতী পুজো না হওয়ায় হেডমাস্টারকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। স্কুলে ছাত্র-ছাত্রীদেরই পাঠালেন না অভিভাবকরা, হেডমাস্টার কে না পরিবর্তন করলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী না পাঠানোর হুঁশিয়ারি অভিভাবকদের ।
বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের যমুনা বাঁধ কলোনি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে রয়েছে ৭৭ জন ছাত্র-ছাত্রী দুজন শিক্ষক। গতকাল সরস্বতী পুজো থাকলেও এই বিদ্যালয়ে সরস্বতী পুজো পালন করা হয়নি। আর তাতেই ক্ষুব্ধ অভিভাবক থেকে শুরু করে স্কুলের মিড ডে মিলে রাধুনী এবং স্থানীয় বাসিন্দারা। আজ যখন স্কুলের প্রধান শিক্ষক স্কুলে আসে তখনই প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে সকলেই। এমনকি প্রধান শিক্ষকের বাইকের চাবি কেড়ে নেওয়ার উদ্যত হয় বিক্ষোভকারীরা। তাদের দাবি এই প্রধান শিক্ষককে স্কুলে চাইনা। এই প্রধান শিক্ষক স্কুলে থাকলে কোন ছাত্র-ছাত্রী পাঠাবেন না অভিভাবকরা। তাই আজ সকাল থেকেই কোন ছাত্র-ছাত্রী স্কুলে নেই। গ্রামবাসীদের অভিযোগ এর আগেও ২৬ শে জানুয়ারি দেশের জাতীয় পতাকা উত্তোলন হয়নি স্কুলে। ভালোভাবে পঠন পাঠানো করা হয় নাই স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ এর আগে চাল চুরির মত ঘটনাও ঘটেছে এই স্কুলে। অর্থাৎ প্রধান শিক্ষক যতক্ষণ না স্কুল থেকে যাচ্ছে ততক্ষণ কোন ছাত্র-ছাত্রী স্কুলে না পাঠানোর হুঁশিয়ারি অভিভাবকদের।
প্রধান শিক্ষকের দাবি সরস্বতী পুজো করার জন্য কোনরকম সরকারি গাইডলাইন নেই তার কাছে। পুজো করানোর জন্য কোন ফান্ড তার কাছে নেই তাই সে পুজো করাইনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct