এক আধজন শিশু নয় ২৩টি শিশুকে অপহরণ করেছিল সুভাষ বাথাম নামে এক ব্যক্তি। অপহরণ করে আটকে রেখেছিল একটি বাড়িতে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে পুলিশ এলেও তাদের সঙ্গে গুলির লড়াই হয়। অবশেষে পুলিশের গুলিতেই মৃত্যু হয় বাথামের। কিন্তু তারপর জনতার রোষ গিয়ে পড়ে তার স্ত্রীর উপর। স্থানীয় মানুষজন ক্ষেপে বিয়ে তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ফারুখাবাদে।
বৃহস্পতিবার রাতে প্রায় দশ ঘণ্টা প্রাণপণ চেষ্টার পর পুলিশ ২৩ জন অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উল্লেখ্য, সুভাষ বাথাম খুনের মামলায় প্যারোলে জামিন পাওয়া এক আসামি। সম্প্রতি সুভাষ নিজ গ্রাম থেকে তার মেয়ের জন্মদিনের মিথ্যা কথা বলে ২৩ শিশুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। তারপর তাদের বাবা মায়ের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে সুভাষ বাথামের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু গুলি করে বাথাম জানিয়ে দেয় মুক্তিপণ ছাড়া শিশুদের ছাড়তে রাজি নয়। বাধ্য হয়ে তখন পুলিশ গুলি করে তাকে হত্যা করে।
তারপর বন্দি শিশুদের উদ্ধার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct