এম এস ইসলাম, বর্ধমান, আপনজন: রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিব্যেন্দু দাস (আই.সি., বর্ধমান সদর থানা), বনানী রায় (বর্ধমান মহিলা থানার প্রাক্তন ওসি), পূর্ব বর্ধমানের এসএইচজি অফিসার শামস তিবরেজ আনসারি, জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন, বর্ধমান হাই মাদ্রাসার সম্পাদক ওসমান গনি, সাংবাদিক শফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আজিজুল হক এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা।
প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যজুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এই সংস্থা কয়েকজন মেডিকেল কলেজের ডাক্তারদের উদ্যোগে গড়ে ওঠে এবং বর্তমানে চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনা মহামারির সময় তারা বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্য শিবির, খাদ্য বিতরণসহ নানা পরিষেবা দিয়েছে। এছাড়া আমফান ও বুলবুল প্রাকৃতিক দুর্যোগের সময় তারা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। সংস্থার মূল কর্ণধার ডঃ গোলাম কিবরিয়া সমাজসেবার জন্য বহু স্বীকৃতি পেয়েছেন। অসহায় মানুষদের চিকিৎসা ও শিক্ষার জন্য তার অবদান অত্যন্ত প্রশংসনীয়।
বর্ধমান হাই মাদ্রাসায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উদ্বোধনী সংগীত ও উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে শুরু হয়। পরীক্ষায় ১১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ১৩৪ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।প্রথম স্থানাধিকারী: ২০০০ টাকা দ্বীতীয় স্থানাধিকারী: ১৫০০ টাকা ,তৃতীয় স্থানাধিকারী: ১০০০ টাকা দেওয়া হয়। প্রথম ১৫ জন শিক্ষার্থী: ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয় । শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct