নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রবিবার সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ আয়োজিত এবং চাতক ফাউন্ডেশন এর পরিচালনায় “আন্তর্জাতিক কবি সাহিত্যিক গুণীজন সমাবেশ” অনুষ্ঠিত হল কলকাতার কলেজ স্কয়ারের দ্য বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটিতে। এদিন ঠিক বেলা ১২টার সময় অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সম্পাদক শেখ মফেজুল ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ড. মীরাতুন নাহার। এদিনের প্রধান অতিথি বিশিষ্ট সমাজবিজ্ঞানী তথা লিখিকা মিরাতুন নাহার বর্তমান বাংলা ভাষা, বাঙালির অস্তিত্ব এবং বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ দিক সকলের সামনে আলোচনায় উপস্থাপন করেন।এদিন অনুষ্ঠানে “সারা বাংলা রত্ন সম্মান” এ সম্মানিত করা হয় বিশিষ্ট গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি গোলাম রসুল ও বিশিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ ড. নাজিবুর রহমান কে । সেই সঙ্গে আন্তর্জাতিকে অনুষ্ঠানে রাজ্যের চারজন কবিকে সারা বাংলা কবি সম্মান, সারা বাংলা সাহিত্যিক সম্মান, সারা বাংলা কবি সম্মান, সারা বাংলা সাংবাদিক সম্মান, এমন করে বাছাই করা মোট ৪৪ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এদিন সম্মাননা জানানো হয় । এছাড়া অনুষ্ঠানের উপস্থিত সকলকেই সাহিত্য সমাবেশ স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশিষ্টের মধ্যে উপস্থিত ছিলেন ড. সুরঞ্জন মিদ্দে, ড. আব্দুল হাদী, ড. নুরুল ইসলাম, সমাজসেবী শেখ নুরুল ইসলাম, আসামের কবি রুবি গুপ্তা, সমাজকর্মী প্রধান শিক্ষিকা তানিয়া রহমত, সমাজসেবী আশরাফ আলী, শিক্ষাব্রতী শামীম জাভেদ, সংগঠনের জনসংযোগ সম্পাদক অনিমা নাথ, এম এ সবুর, সাংবাদিক শেখ ইবাদুল ইসলাম ।
কবিতা পাঠ করেন জি এম আবু বক্কর, সুলতানা খান । সংগীত পরিবেশন করে তাসনিম হাসান, খালিদা খাতুন । এদিন চাতক প্রকাশন থেকে চারটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশও হয় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct