নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নিউ টাউনে মদীনাতুল হুজ্জাজে পুলিশ কর্মীদের থাকা অবস্থায় সেখানে শৌচাগারে মদের বোতল পাওয়া যাওয়া নিয়ে এবার সরজমিনে গেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। রবিবার সেখানে যাওয়ার পর নওশাদ সাংবাদিকদের বলেন,
কলকাতার নিউটাউনে হজযাত্রীদের আশ্রয়স্থল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গেছে বলে কিছু খবর গতকাল থেকেই চোখে পড়ছিল। আজ সরেজমিনে দেখতে গিয়ে আমি নিজেই ওজুখানার ডাস্টবিনে মদের বোতল দেখতে পেলাম। শুনেছি, আমার যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে গেছেন। তারপরেও কি করে এই মদের বোতল পড়ে আছে, এটা বোধগম্য হচ্ছে না। শুনেছি এখানে পুলিশ আধিকারিকেরা বিশ্রাম নিচ্ছিলেন। আমি মনে করি হাজিদের জন্য তৈরি হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয়। যদি ব্যবহার করা হয়ও, তাহলে জায়গাটির পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct