নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মূলত বাঙালি সমাজে শিক্ষার প্রসার ও উৎকর্ষতার জন্য আজ থেকে ঠিক পাঁচ বছর আগে গড়ে উঠেছিল অনুসন্ধান কলকাতা। প্রেক্ষিতটা তখন ছিল কিছুটা আলাদা। কোভিডের কবল থেকে মুক্ত হতে তখন আশ্রয় নেয়া হয়েছিল অনলাইন পড়াশোনা এবং সমস্ত ধরনের আলোচনার। দিন গড়িয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষাঙ্গনে অনুসন্ধান আজ বিশেষ একটি নাম। শুধু শিক্ষক-শিক্ষিকাদের স্বেচ্ছাশ্রম-ই নয়, বিভিন্ন পর্যায়ের স্কুল কর্তৃপক্ষরাও আজ নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তুলেছেন অনুসন্ধানের সঙ্গে শিক্ষা উৎকর্ষতার বিভিন্নমুখী কর্মসূচিতে।
রবিবার উত্তর চব্বিশ পরগনার হাতিয়াড়ায় অনুসন্ধান সোসাইটির পঞ্চম বার্ষিক সাধারণ সভায় উপরের কথাগুলি বার বার ধ্বনিত হচ্ছিল বিভিন্ন বক্তাদের কথায়।
বিগত বছরগুলিতে শিক্ষাকে আনন্দমুখী করার জন্য মূলত মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিস্তৃত কর্মকাণ্ডের ছবি তুলে ধরেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক বিশিষ্ট গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরখেল, সাহাবুল ইসলাম গাজী, ডঃ হাফিজ উদ্দিন আহমেদ, সোহেল ইকবাল, শুভজিৎ মাইতি, পান্থ মল্লিক প্রমুখ। এদিন শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে আগামী বছরের জন্য এক বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুসন্ধান সোসাইটির মুখ্য পরামর্শদাতা বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিউর রহমান খান বলেন, চলতি বছরে অনুসন্ধানের থিম থাকবে– আগামী প্রজন্ম : আমাদের ভাবনা। এই থিম নিয়ে গোটা বছর বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করার কথা জানান তিনি।
আগামী এপ্রিল মাসে শিক্ষকদের জন্য বিশেষ কর্মশালার জন্য এদিন বিশেষভাবে দায়িত্ব অর্পণ করা হয় সেখ আহাসান আলী এবং অনুসন্ধান সোসাইটির সহ-সভাপতি ও বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলামকে। শিক্ষা প্রসারে আমাদের আরো চিন্তাভাবনার প্রয়োজন ও শিক্ষার্থীদের কল্যাণে অনুসন্ধান সোসাইটিকে আরো তৎপর হতে হবে এবং বিভিন্নমুখী কর্মসূচি গড়ে তোলার জন্য এদিন বক্তব্য রাখেন বিশিষ্ট প্রধান শিক্ষিকা ডঃ উজ্জ্বলা সাহা রায়, মিতালী মুখার্জী, কাজী মোঃ হাবিব, আব্দুর রাজ্জাক, সিকান্দার মন্ডল, নাজিম মল্লিক, সুপ্রভাত ঘোষ, আসাদুজ্জামান প্রমুখ। এদিন সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও লেখক আরফান আলী বিশ্বাস।
অনুসন্ধান সোসাইটির এ দিনের সভার আয়োজন করা হয়েছিল হাতিয়াড়ার হক মঞ্জিলে। এই বাড়িটিই ছিল হাতিয়াড়া সহ এতদ অঞ্চলের শিক্ষা-সংস্কৃতির উৎস স্থল। বিশিষ্ট সমাজ সংস্কারক ও হাতিয়াড়া হাই মাদ্রাসা সহ একাধিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা এজাহারুল হকের শিক্ষা-প্রসারে আজ থেকে প্রায় ১২৫ বছর আগে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তাঁরই পৌত্র বিশিষ্ট গণিতের শিক্ষক নায়ীমুল হক। আলোচনায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নাফিসা ইসমাত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct