অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরো দু’জন। এ বিষয়টি নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ডিএসপি বিক্রম প্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অফিসার।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে ১৪ লক্ষ টাকা গায়েব হয়ে যায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে। টাকা গায়েব হবার ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় বালুরঘাট পুরসভায়। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিয়ে পৌর কর্তৃপক্ষ জানতে পারেন, তিনটি চেকের ভিত্তিতে ওই টাকা গিয়েছে মোঃ ইশাক খান ও ওয়াসিম আকরাম শেখ নামে দুই ব্যক্তির অ্যাকাউন্টে। অথচ প্রকৃত চেক গুলি বালুরঘাট পুরসভাতে মজুত রয়েছে। পরবর্তীতে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও পরবর্তীতে টাকা ফিরে পায় বালুরঘাট পৌরসভা। অন্যদিকে, তদন্তে নেমে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা যায় জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা পুরো বিষয়টি স্বীকার করে নেন। তাঁরা জানান কখনো এটিএম আবার কখনো চেকের মাধ্যমে তারাই টাকা গুলো তুলেছিল।
এ বিষয়ে ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ জানান, ‘বালুরঘাট পুরসভার এক্সিকিউটিভ অফিসার একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন থানায়। পুরসভার চেক জালিয়াতি করে কেউ প্রায় ১৪ লাখ টাকা তুলে নিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্তে নেমে আমরা জানতে পারি কলকাতার বউবাজার শাখা থেকে সেই টাকাগুলো তোলা হয়েছে। যে দু’জন ব্যক্তির একাউন্টে টাকা গুলো গিয়েছিল, সেই দুজনকে আমরা কলকাতা থেকে আটক করি। জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করেছে যে তারাই টাকাগুলো তুলেছে। আমরা জানতে পারি এই কাজে তাদের সহযোগিতা করেছিল ফজলুর রহমান ও পিংকি ওরফে রনৌক জাহানাত। ফজলুর রহমানকে মহেশতলা থানা এলাকা থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পিংকি সহ আরো কয়েকজনের নাম জানা যায়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct