দেবাশীষ পাল, মালদা, আপনজন: বিধায়ককে প্রাণে মারার চেষ্টা এমনই অভিযোগ বিধায়ক সাবিত্রী মিত্রের।নিজের বিধানসভা মানিকচক থেকে বিধায়ক,শনিবার রাতে নিজের বিধানসভা এলাকা থেকে নিজের গাড়ি চেপে বাড়ি ফেরার সময় প্রাণে বাঁচলেন বিধায়িক সাবিত্রী মিত্র।বিধায়কের গাড়িতে পরপর দুবার ধাক্কা মারে অপর একটি গাড়ি। যদিও বিধায়কের গাড়ি চালক যথেষ্টই তৎপরতার সাথে সেই ধাক্কা এড়িয়ে কোনরকমে বিধায়কের প্রাণরক্ষা করে। ঘটনায় বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করে বলেন, তিনি নিজের বিধানসভা মানিকচক থেকে শনিবার রাতে মানিকচক থেকে নিজের বাড়ি মালদা শহরের সদরঘাটে ফিরছিলেন।সেই সময় হঠাৎ ধরমপুর পেরিয়ে মিলকী ঢোকার মুখে হঠাৎ একটি গাড়ি প্রথমে তার গাড়িতে ধাক্কা মেরে চলে যায়। পরে পুনরায় সেই গাড়িটিই তার গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করে। তার গাড়ি আটকানো চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি দেখে তিনি তৎক্ষণাৎ বিধায়ক বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে তাকে রক্ষা করে। ঘটনায় বিধায়কের অভিযোগ কেউ বা কারা তাকে পরিকল্পনা করে প্রাণে মারার চেষ্টা করেছিল। কিন্তু বরাতজোরে তিনি রক্ষা পেয়েছেন। তবে এই ঘটনার পর থেকে তিনি কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন বলে জানান বিধায়ক সাবিত্রী মিত্র।