সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সাত মাসের আদৃতি। ও বাঁচতে চায়।পৃথিবী বড় নিষ্ঠুর!ছোট আদৃতি কে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে। দীর্ঘ প্রায় একমাসেরও অধিক ‘পার্কসার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালের আইসিইউ তে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসা চলছে।একেবারেই সাক্ষাৎ মৃত্যুর সাথে লড়াই চলছে সাত মাসের আদৃতির। রাজারহাট নিউটাউন এলাকার বাসিন্দা দম্পতি সীমা ও সুবিনয় মন্ডল।সুবিনয় পেশায় একজন মাছ ব্যবসায়ী।দম্পতির ৭ মাসের ফুটফুটে শিশুকন্যা আদৃতি মন্ডল।ইতিমধ্যে এই নিঃষ্পাপ শিশুর দেহে বাসা বেঁধেছে বিরল এক প্রাণঘাতী মারণ রোগ। যা চিকিৎসার দ্বারা সুস্থ করে তোলা সম্ভব।অসম্ভব অর্থনৈতিক ব্যাপারটা। কারণ বিরলতম রোগের বিরলতম খরচ মন্ডল পরিবারের নাগালের বাইরে। আদৃতি কে মৃত্যুর পথ থেকে বাঁচাতে চিকিৎসা খরচ বাবদ ১৬ কোটি টাকা প্রয়োজন। যা কি না মন্ডল পরিবারের কাছে বামন হয়ে চাঁদে হাত দেওয়া ব্যাপার।তবে একমাত্র দেশের প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি কিংবা রাজ্যের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীই পারেন ছোট্ট এই শিশুকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আদৃতি’র পরিবারের সদস্যরা বিভিন্ন ভিডিও পোষ্ট করে সকলকে পাশে থাকার জন্য আবেদন জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে ওই শিশুর আরোগ্য কামনা করেছেন সকলেই।দিন আনা দিন খাওয়া পরিবার,চিকিৎসা বাবদ এত বিপুল পরিমাণ খরচ কি ভাবে সামলাবেন?ইতিমধ্যে ‘বিরলতম রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য তিনি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী কে চিঠি লিখে সাহায্যের জন্য আবেদন করেছেন।
উল্লেখ্য ছোট্ট আদৃতি’র শরীরে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ -১(Spinal Muscular Atrophy Type-1) নামক এক বিরল এবং প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct