নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: দেশের সংবিধানকে ধ্বংস করে মনুবাদী সংবিধান চালু করতে চাইছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। সেই সংবিধানের অধীনে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন মুসলিম, আদিবাসী, দলিত মানুষেরা। তারা কর্পোরেট জগতের দাস শ্রমিকে পরিণত হবেন। তাই এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিজেপি বিরোধী সকল দলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই আহ্বান জানান এসডিপিআইয়ের সর্ব ভারতীয় সহ সভাপতি মুহাম্মাদ শাফী। তিনি রবিবার মুর্শিদাবাদ সেমিনার হলে রাজ্য প্রতিনিধি পরিষদের সভায় প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শ ‘ দেড়েক প্রতিনিধির এই সভায় উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মুহাম্মাদ তুমবে এবং ন্যাশনাল সেক্রেটারিয়েট সদস্য ইয়ামুইদিন। প্রতিনিধি পরিষদ আগামী তিন বছরের জন্য রাজ্য কার্যকরী কমিটি গঠন করে।
নতুন সভাপতি নির্বাচিত হন হাকিকুল ইসলাম, সহ সভাপতি তায়েদুল ইসলাম, স্বপন কুমার বিশ্বাস ও আব্দুল কাইউম খান, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম ও মোঃ কামাল বাসিরুজ্জাম, সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সম্পাদক মোঃ সারুর আলম, মাসুদুল ইসলাম ও সাবনম মুস্তারি, কোষাধ্যক্ষ মোঃ আফতাব আলম এবং ৪ জন কমিটির সদস্য, যথা হাবিবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, এ কে এম গোলাম মুর্তাজা ও তুহীনা পারভিন।
ছবি: আলম সেখ