সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যার ফল স্বরূপ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলা শাসক ।
২রা জানুয়ারি প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নিয়ে জেলাশাসকদের বার্তা দেন তারা যাতে নিজেরা বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা টাকা পেয়ে বাড়ি করছে কিনা সেই বিষয়টা নজরদারি করে। মুখ্যমন্ত্রীর কথা মত এদিন বাঁকুড়া জেলার জেলাশাসক সিয়াদ এন হঠাৎ করেই বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুর ব্লকের বিডিও এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রামে হাজির হন। এবং বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছে এইরকম উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখেন। কথা বলেন উপভোক্তাদের সঙ্গে। তাদের কোনরকম সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করেন জেলাশাসক। পাশাপাশি এলাকার সকল উপভোক্তা বাড়ি তৈরীর কাজ শুরু করেছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখেন জেলাশাসক। তিনি বলেন জেলায় প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যে ইতিমধ্যেই ৯৯% উপভোক্তা তাদের বাড়ি তৈরির কাজ শুরু করেছে। বাংলার বাড়িতে সকল মানুষ অনেকটাই খুশি। যারা বাড়ি শুরু করে দিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে জুন মাসের মধ্যে ঢুকে যাবে এমনটাই আশ্বাস দেন জেলাশাসক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct