আপনজন ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। মুম্বাইয়ে আজ শেষ ম্যাচটা তাই নিছক আনুষ্ঠানিকতার। সিরিজ নিয়ে উত্তেজনা মিইয়ে গেলেও একটা বিতর্কের রেশ এখনো কাটেনি। কোন বিতর্কের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই বুঝেছেন!
পরশু রাতে পুনেতে যে ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পুরেছে ভারত, সেই ম্যাচে তারা ১২ জন নিয়ে খেলেছে বলে দাবি করেছে ইংল্যান্ড। সফরকারী দলের এমন দাবিকে রবিচন্দ্রন অশ্বিনও সঠিক মনে করছেন। ভারতের সাবেক স্পিনার বলেছেন, ভারতীয় দল ভুলেই গিয়েছিল এটা আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয় যে চাইলেই ইমপ্যাক্ট প্লেয়ার খেলাতে পারবে। এ ঘটনায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও আম্পায়ারদেরও দুষেছেন অশ্বিন।
আইসিসির কনকাশন বদলির নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পাওয়া কারও পরিবর্তে যাঁকে নেওয়া হবে, সেই খেলোয়াড়ের ভূমিকাও আঘাত পাওয়া খেলোয়াড়ের মতো হতে হবে। এই বদলিতে দল যেন অতিরিক্ত সুবিধা না পায়, সেই বিষয়ের কথাও নিয়মে উল্লেখ আছে। কিন্তু সেদিনের ম্যাচে ভারতের ইনিংসের শেষ দিকে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের হেলমেটে বল লাগলে সতকর্তা হিসেবে তাঁকে বিশ্রামে রাখা হয়। দুবের পরিবর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় হর্ষিত রানার, যিনি একজন ফাস্ট বোলার। দুবে মাঠ ছাড়ার আগে ব্যাট হাতে ৫৩ রান করেন। পরে তাঁর জায়গায় বোলিং করতে নেমে হর্ষিত নেন ৩ উইকেট, যা ম্যাচের ফল নির্ধারণ করে দিতে বড় ভূমিকা রাখে। দুজন ভিন্ন ধরনের ক্রিকেটার হলেও ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দুবের বদলি হিসেবে হর্ষিতকে খেলানোর অনুমতি দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct