আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। যিনি লাল নামে সমধিক পরিচিত। (ইন্না লিল্লাাহি...)। শনিবার রাতে নিজের বাড়িতেই শারীরিক জটিলতা দেখা দেওয়ার পর অসুস্থতা বোধ করায় তাকে পলাশির মীরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।।সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। দলের প্রবীণ বিধায়কের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে একজন প্রবীণ জনকর্মী এবং “বিশ্বস্ত সম্পদ” হিসাবে বর্ণনা করেন।
বাংলার মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আমার সহকর্মী নাসিরুদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। একজন প্রবীণ জনসেবক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন আমাদের বিশ্বস্ত সম্পদ। তিনি একজন আইনজীবী এবং খুব ভাল সমাজকর্মী ছিলেন এবং আমি সত্যিই তাকে মূল্য দিতাম। তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রিইর।’ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শ্রদ্ধা জানান। তিনি এক্স-এ একটি পোস্টে লেখেন, কালীগঞ্জের বিধায়ক জনাব নাসিরুদ্দিন আহমেদ (লাল)-এর অকাল মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।প্রাক্তন আইনজীবী ২০১১ সালে প্রথমবার কালীগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী শঙ্কর সরকারকে ৭৪,০৯১ ভোটের ব্যবধানে হারিয়ে বিধায়ক হন। ২০১৬ সালে পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিটে কালীগঞ্জ থেকে প্রার্থী হলেও তিনি কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান সেখের কাছে মাত্র ১২২৭ ভোটে পরাজিত হন। ২০২২ সালে তৃণমূলের কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ালে ওই কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থ ১,১১, ৬৯৬ ভোটে পরাজিত করেন।। তিনি একসময় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সদস্য ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct