এহসানুল হক , বসিরহাট, আপনজন: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক বছর কারাদন্ডে দণ্ডিত করল বসিরহাট আদালত। অভিযুক্তোর নাম জামশেদ আলী মন্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আগামী ২০১৮ সালের এপ্রিল মাসের আট তারিখে বাদুড়িয়া থানার যদুরহাটি এলাকার ঘটনাটি ঘটে। জামশেদ আলীর শালীর মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার ঘটনা জানতে পারায় স্ত্রী তাজমিরা বিবিকে শ্বাসরোধ করে খুন করেছিল অভিযুক্ত জামশেদ আলী নিজে ।সুত্রে আরো খবর,ঘটনাটা হল-জামশেদ আলীর শালী মারা যায় । সেই কারণে শালির চার বছরের শিশু কন্যাকে মামারা মানুষ করছিল। সেই নাবালিকার যখন ৮ বছর বয়স হয় তখন ওই নাবালিকাকে জামসেদ আলী ও তার স্ত্রী তাজমিরা বিবি নিজেদের কাছে নিয়ে এসে মানুষ করতে থাকে। তারও চার বছর পর অর্থাৎ ওই নাবালিকার যখন ১২ বছর বয়স হয় তখন ওই নাবালিকা কন্যাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতো জামশেদ আলী , এমনকি জানাজানি হলে ওই নাবালিকাকে খুন করে দেওয়ারও হুমকি দিত জামশেদ আলী । এরপর একদিন অত্যাচার চরম পর্যায়ে পৌঁছালে ওই নাবালিকা তার মাসি তাজমিরা বিবিকে পুরো ঘটনা খুলে বলে । পুরো ঘটনা শোনার পর তাজমিরা বিবি তার স্বামী অর্থাৎ ওই নাবালিকার মেসোমশাই জামশেদ আলীর সাথে এই ঘটনা নিয়ে অশান্তি করে। অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে জামশেদ আলী তার স্ত্রী তাজমিরা বিবিকে শ্বাস রোদ করে খুন করে ।ঘটনার পর পুলিশের হাতে ধরা পড়ে জামশেদ আলী। জামশেদ আলীর বিরুদ্ধে দুটো মামলা ঋজু হয় । নাবালিকা ধর্ষণ এবং স্ত্রীকে খুন ।এতদিন বসিরহাট আদালতে দুটো কেসের বিচার চলছিল । একদিকে নাবালিকা ধর্ষণের জন্য পকশো কেস চলছে তার বিরুদ্ধে । অন্যদিকে স্ত্রীকে খুন করার জন্য যে মামলাটি হয়েছিল সেই মামলায় শনিবার আদালতের বিচারক জামসেদকে দোষী সাব্যস্ত করে ।সাজা হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডে দণ্ডিত করল বসিরহাট মহাকুম আদালত । এদিন সরকারি আইনজীবী গোলাম মোস্তফা জানান, কয়েক বছর আগে এই ঘটনাটি ঘটেছিল তার স্ত্রীকে তিনি খুন করেছিলেন। সেই অপরাধে শুক্রবার বিচারক দোষী সাব্যস্ত করে। আজ শনিবার তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct