আপনজন ডেস্ক: ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দল কিনেছেন প্রযুক্তি দুনিয়ার দুই শীর্ষ নির্বাহী সত্য নাদেলা ও সুন্দর পিচাই। মাইক্রোসফট ও গুগলের প্রধান নির্বাহীকে নিয়ে গঠিত ‘ক্রিকেট ইনভেস্টর হোল্ডিংস লিমিটেড’ নামের একটি কনসোর্টিয়াম লন্ডন স্পিরিটের ৪৯ শতাংশ শেয়ার কিনেছে। এ জন্য কনসোর্টিয়ামটিকে খরচ করতে হচ্ছে সাড়ে ১৪ কোটি ব্রিটিশ পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক আয়োজিত নিলামে সিলিকন ভ্যালির কনসোর্টিয়াম জিতেছে ফুটবলের বড় বিনিয়োগকারীদের টপকে। বিবিসির খবরে বলা হয়, লন্ডন স্পিরিট কিনতে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সহমালিক গ্লেজার ফ্যামিলি, চেলসির অন্যতম মালিক টড বোয়েলি এবং আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ১০০ বলের ক্রিকেট নামে পরিচিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আটটি দলেরই মূল মালিক ইসিবি। তবে লর্ডসভিত্তিক লন্ডন স্পিরিটের মালিকানা ইসিবি এমসিসিকে (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) উপহার দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি গঠনের আগে বৈশ্বিক ক্রিকেটের কর্তৃপক্ষ ছিল এমসিসি, এখনো ক্রিকেটের আইন–বিধি প্রণয়নের কর্তৃপক্ষ সংস্থা এটি। দ্য হান্ড্রেডের দলগুলোর মালিকানা বিক্রিতে ধারাবাহিকভাবে নিলামের আয়োজন করছে ইসিবি। শুক্রবার দ্বিতীয় দিনের নিলামে প্রায় ৩০ কোটি মূল্যমানে লন্ডন স্পিরিটের ৪৯ শতাংশ কেনে পালো আলতো নেটওয়ার্কসের প্রধান নির্বাহী নিকেশ অরোরার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ‘ক্রিকেট ইনভেস্টর হোল্ডিংস লিমিটেড’।
ভারতীয় বংশোদ্ভুত অরোরার সঙ্গে গুগলের প্রধান নির্বাহী পিচাই, মাইক্রোসফটের প্রধান নির্বাহী নাদেলা, টাইমস ইন্টারনেটের ভাইস চেয়ারম্যান সত্যন গজওয়ানি, অ্যাডোবির প্রধান নির্বাহী শান্তনু নারায়নসহ ‘১১ জন উচ্চ সম্পদশালী ব্যক্তি’ এই কনসোর্টিয়ামে আছেন বলে জানিয়েছে এমসিসি। লন্ডন স্পিরিটের ৫১ শতাংশ মালিকানা এমসিসিরই থাকছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct