আপনজন ডেস্ক: ২০২৫ সালের ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে। মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত ৭ ইমাম হলেন: শেখ আবদুর রহমান আস সুদাইস, শাইখ মাহের আল মুয়াইকলি, শেখ আবদুল্লাহ জুহানী, শেখ বন্দর বালিলাহ, শেখ ইয়াসির দৌসারি, শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসান। জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, খুব শিগগিরই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন মসজিদের পাশাপাশি মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে রমজান বা তারাবির বিশেষ নামাজ আদায় করা হয়। এগুলো বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারও করা হয়।
যেহেতু সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান পুরো পবিত্র মাসে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান, তাই এই দুই মসজিদে তারাবিহ পরিচালনার জন্য ইমাম নিয়োগের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই নামাজ বাধ্যতামূলক নয়, তবে এটি তাহাজ্জুদের সমতুল্য বিশেষ রাতের নামাজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাহাজ্জুদের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে জামাতে তারাবির নামাজ আদায় করতেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct