এম মেহেদী সানি , বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের ছোট জাগুলিয়া মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসার (উঃ মাঃ) ৫০ বছর পূর্তি উপলক্ষে মহা সমারোহে অনুষ্ঠিত হলো গৌরবময় সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উৎসব। ২৭শে জানুয়ারী সকালে বর্ণাঢ্য সূচনা হয় শোভা যাত্রার মাধ্যমে। এরপর জাতীয় পতাকা ও মাদ্রাসার পতাকা উত্তোলন করা হয়। ২৭শে জানুয়ারী থেকে ৩০শে জানুয়ারী পর্যন্ত বর্ণময় অনুষ্ঠানের পরতে পরতে ছিল উৎসবের ছোঁয়া। মাদ্রাসা ক্যাম্পাস সাজিয়ে তোলা হয়েছিল একেবারে অন্য মাত্রায়। আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সহ তাঁর গোটা টিমের তত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ সাইবার ক্রাইম শাখার উদ্যোগে নারী পাচার, নারী সুরক্ষা ও সাইবার অপরাধ বিষয়ক সচেতনতা, মুকাভিনয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ, ম্যাজিক শো, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পুনর্মিলন, অনুষ্ঠানসূচি থেকে বাদ যায়নি কোনো বিষয়ই। এছাড়াও ছিল আন্তঃ মাদ্রাসা নক আউট ভলিবল প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা,আন্তঃ মাদ্রাসা গজল প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য ছিল ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ দিন বিশ্বনবীর জীবনাদর্শ চর্চারও আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। সকলের মঙ্গল কামনায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় দোয়ার মাহফিল।
চার দিনই অতিথি ও বিশিষ্টজনদের সমাহারে মাদ্রাসায় বসেছিল চাঁদের হাট । মাদ্রাসার গৌরবময় সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের উদ্বোধন করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর শেখ আবু তাহের কামরুদ্দীন। অন্যান্য দিনগুলিতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপ-সচিব আজিজার রহমান, উত্তর ২৪ পরগনা জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ণিমা দে, এআই মাদ্রাসা মৌসুমী সরকার, জেলা পরিষদের কর্মধ্যক্ষ মফিদুল হক সাহাজি, বারাসত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বাবলু প্রমুখ। সুশৃংখলভাবে চার দিনের উৎসব যেন বুঝিয়ে দিচ্ছিল শিক্ষা ও শিক্ষার্থী ও শিক্ষাপ্রেমীদের প্রতি নিবেদিত প্রাণ আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসা । মাদ্রাসার সুদৃশ্য ক্যাম্পাসে বিরাজ করছিল উৎসবের আমেজ । মাদ্রাসার দেওয়ালে শিক্ষামূলক অভিনব চিত্রকলা নজর কাড়ছিল সকলের। জানা গিয়েছে, ওই মাদ্রাসায় প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। প্রায় ৪০ জন শিক্ষক নিয়োজিত রয়েছে পাঠদানের জন্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল শাখায় বর্তমানে নজর কাড়া সাফল্য পাচ্ছে শিক্ষার্থীরা। এবছর নতুন সংযোজন হলো উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের।
অনুষ্ঠানের উদ্বোধক মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর শেখ আবু তাহের কামরুদ্দীন মাদ্রাসা শিক্ষার ইতিহাস তুলে ধরে ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষাকে আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। বারাসত ১ নম্বর ব্লকের ছোট দিঘায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাইমাদ্রাসার সূচনার ইতিহাস তুলে ধরে মাদ্রাসার উত্তরণের জন্য সকলকে নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দেন উপ-সচিব আজিজার রহমান। উত্তর ২৪ পরগানা জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ণিমা দে, এআই মাদ্রাসা মৌসুমী সরকাররা মাদ্রাসা শিক্ষার প্রতি সন্তোষ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষার্থীদের উত্তরণের জন্য অনুপ্রাণিত করেন। আগত সকল বিশিষ্টজনেরা মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসার পরিবেশ পরিকাঠামো এবং শিক্ষা ও শিক্ষার্থীর মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের কথায়, মাদ্রাসার ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন সার্থক। এই মাদ্রাসার সুনাম বৃদ্ধি করতে নিষ্ঠার সঙ্গে নিরলস ভাবে কাজ করে যাব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct