এম এস ইসলাম , বর্ধমান, আপনজন: বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, কর্মশ্রীর মতো একাধিক সামাজিক উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গের সাফল্যের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করলেও, ২০২১ সাল থেকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এই পদক্ষেপকে ‘রাজ্যের মানুষের প্রতি অবিচার’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে জেলা সফরে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজ্যের নিজস্ব তহবিলেই প্রকল্প বাস্তবায়ন
বৈঠকে মন্ত্রী জানান, কেন্দ্রীয় অনুদান বন্ধ থাকলেও রাজ্য সরকার উন্নয়ন প্রকল্প থামতে দেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই প্রকল্পগুলির কাজ চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ থাকায় কিছুটা সমস্যা দেখা দিলেও রাজ্যের নিজস্ব উদ্যোগে পঞ্চায়েত পর্যায়ে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।মন্ত্রী আরও বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহার করা গেলে পঞ্চায়েত স্তরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। পঞ্চায়েত প্রকল্পগুলির বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয় এই বৈঠকে। বারবার আবেদন, কিন্তু কেন্দ্রের সাড়া নেই। রাজ্যের তরফে একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে অনুদান পুনর্বহালের আবেদন করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন মন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার তার দায়িত্ব থেকে পিছিয়ে আসবে না এবং সাধারণ মানুষের উন্নয়নে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্র অর্থ না দিলেও, রাজ্য সরকার মানুষের উন্নয়ন থামতে দেবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct