এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: ১০ই ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার আবহেই রাজ্য স্তরের মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিট নিয়ে নয়া সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। পরীক্ষার্থী খেলোয়াড়দের জন্য বিকল্প ভাবনা গ্রহণ করেছে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দফতর। ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস আয়োজিত ১৫তম রাজ্য স্তরের মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিট ২০২৪-২৫ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি । ১০ই ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম, ফাজিল পরীক্ষার আবহেই মাদ্রাসার রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কতটা সঙ্গত তা নিয়ে প্রশ্ন ওঠে সংখ্যালঘু মহল থেকে। স্পোর্টস মিট স্থগিত রাখার পক্ষে সওয়াল হয়। তবে রাজ্য স্তরের মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিট স্থগিত করা না হলেও সরকারিভাবে বিকল্প ভাবনা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য স্তরের মাদ্রাসা গেমসে অংশ নেওয়া ৬৮ জন পরীক্ষার্থী খেলোয়াড়ের কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে শুক্রবার রাজ্যের সংখ্যালঘু দফতরের সচিব পিবি সালিম ‘আপনজন’কে বলেন, রাজ্য স্তরের মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিটে অংশ নেওয়া ৬৮ জন পরীক্ষার্থী খেলোয়াড়দের ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে অর্থাৎ চার তারিখেই সম্পন্ন করে দেওয়া হবে। চার তারিখেই তারা বেরিয়ে আসতে পারবে। দ্বিতীয়ত, দূরের জেলাগুলি থেকে ওই ৬৮ জনের মধ্যে যে সমস্ত শিক্ষার্থী মিটে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করার ব্যবস্থা করা হবে। যেহেতু তারা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে তাই তাদেরকে শংসাপত্র প্রদান করা হবে যাতে আগামী দিন তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। পাশাপাশি রাজ্য স্তরের মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিটে অংশ নেওয়া সমস্ত মেয়ে শিক্ষার্থী এবং শিক্ষিকাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে নিউটাউনের হজ হাউসে। সেই সঙ্গে সরকারিভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। তারা এখান থেকে যাতায়াত করবেন বলে জানিয়েছেন পিবি সেলিম।
বৃহস্পতিবার ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আবিদ হুসেন জানান, ‘হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল মিলে মোট পরীক্ষার্থীদের মধ্যে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ৬৮ জন শিক্ষার্থী খেলোয়াড় অংশগ্রহণ করবে । ৬৮ জন সহ ১৫তম রাজ্য স্তরের মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিট ২০২৪-২৫-এ সারা রাজ্য থেকে ৮৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিবছরের মতো যাদের থাকা-খাওয়া, আসা-যাওয়া সামগ্রিক ব্যবস্থাপনা করছে রাজ্য সরকার।’ আর এবার ওই ৬৮ জন শিক্ষার্থী খেলোয়াড়দের জন্য রাজ্য সরকারের বিকল্প ভাবনা গ্রহণের ফলে বিশেষ আর কোনো সমস্যা রইল না বলেই মনে করছেন সংখ্যালঘু মহল। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কারও মতে ‘আগামী বছরও যেন এমন সমস্যার পুনরাবৃত্তি না হয়।’ উল্লেখ্য, এ বছর মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়া পি.জি. হাই স্কুল মাঠ গেমসের ভেন্যু ঠিক করা হয়েছে।
রিপোর্টিং তারিখ ৩রা ফেব্রুয়ারি। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিটে অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যাতায়াত ভাতা অনুষ্ঠানস্থলে বিতরণ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct