আলফাজ রহমান , তেহট্ট, আপনজন: নওদা থানা এলাকার ১৩ টি ফেরিঘাট পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের । সেইমতো বৃহস্পতিবার থেকে খেয়া পারাপারে কোন টাকা নেওয়া যাবে না মুর্শিদাবাদ লাগোয়া ফেরিঘাটগুলিতে সেই নির্দেশ দিয়েছেন বিডিও। এদিন দুপুরে মুর্শিদাবাদের নওদার বিডিও দেবাশিস সরকার এবং নওদা পুলিশ আজলামপুর ও টিয়াকাটা ফেরিঘাটের ইজারাদারদের জানান কোর্ট অর্ডার অনুযায়ী বৃহস্পতিবার থেকে পারাপারের কোন টাকা নেওয়া যাবে না এবং পারাপারের বাঁশের সাঁকো সাত দিনের মধ্যে খুলে নিতে হবে। এই নির্দেশ পেয়েই ঘাটের ইজারদারদের একাংশ ক্ষিপ্ত হয়ে খেয়াঘাটের বাঁশের সাঁকো ভাঙতে শুরু করেন। গ্রামের একাংশ থানার পাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস কে জানান বাশের সাঁকো উঠে গেলে তাদের ছেলে মেয়েদের বাড়ি ফিরতে সমস্যা হবে। সেইমতো থানার আধিকারিক ইজারাদারদের আপাতত বাঁশের সাঁকো ভাঙতে মানা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পারাপার চালু হয় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct