রূপম চট্টোপাধ্যায় , কলকাতা, আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে দুই ছাত্রের অনশন ১০০ ঘন্টা অতিক্রম করলো। সঙ্গে চলছে অবস্থান বিক্ষোভও। ছাত্রছাত্রীদের মূল দাবি, হস্টেলের সীট বৃদ্ধি এবং দূর্নীতিমুক্ত ক্যাম্পাস। অনশনের ১০০ ঘন্টা পার হলেও প্রশাসনের বিশেষ হেলদোল দেখা যাচ্ছে না।
আসলে কলকাতা শহরেও জেলা থেকে আসা মুসলমান ছেলেমেয়েদের হস্টেল সমস্যা বিরাট আকার ধারণ করেছে। বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশের রবের মধ্যে জেলা থেকে আসা বাঙ্গালী মুসলমান তরুণ-তরুণীদের বাড়িভাড়া বা মেস পাওয়ার সমস্যা প্রশাসন গুরুত্ব দিয়ে বুঝতেই চাইছে না। তারা তুলনা করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে! যাদবপুরে কত ছাত্রছাত্রী, কত হস্টেল আর আলিয়ায় কত ছাত্রছাত্রী আর কত হস্টেল! অথচ আলিয়া বিশ্ববিদ্যালয়ে জেলা থেকে আসা ছাত্রছাত্রীর সংখ্যা স্থানীয় ছাত্রছাত্রীর থেকে অনেক বেশি।
প্রশাসনের এই উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যাক্ত করেছেন এপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর। ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করে এপিডিআর দাবি জানিয়েছে, অবিলম্বে অনশন- অবস্থানরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের দাবি মানা হোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct