আপনজন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় করা মামলায় মেটা ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। খবরটি প্রথমে প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে মেটা। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, অন্তত দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ রাখা হবে। এ ঘটনার পর মেটা ও এর সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে, জুলাই মাসে, ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেয় মেটা।
মামলা নিষ্পত্তির অর্থের মধ্যে ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রেসিডেনশিয়াল লাইব্রেরির তহবিলে যাবে, বাকিটা আইনি খরচ ও অন্যান্য পক্ষের মধ্যে ভাগ হবে। তবে মেটা এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করেনি।
এদিকে, চীনের ডিপসিকের উত্থানের পরও এআই খাতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। কোম্পানিটি জানায়, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটি গুরুত্বপূর্ণ।
জাকারবার্গ জানিয়েছেন, ডিপসিকের উত্থান থেকে অনেক কিছু শেখার আছে। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তার মতে, এআই উন্নয়নের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন, যা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য উন্নত সেবা আনবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct