নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: ফের শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় সমিতিতে আবার বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। ৪২ টি আসনের মধ্যে ৪২ টিতেই জয়লাভ তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের। সবুজ আবির মেখে বিজয় উল্লাস করলেন তৃণমূল কর্মী সমর্থকরা।পূর্ব মেদিনীপুরের কাঁথির দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকিপুট সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়লাভ। ৪২ টি আসনের মধ্যে ৪২ টি তৃণমূলের জয় লাভ। শুভেন্দুর গড়ে ধরাসাই বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই সমবায় সমিতিতে প্রায় দু-হাজার ভোটার। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট পর্ব শেষ হয়। এই বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। প্রভাব খাটানো থেকে শুরু করে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের। সব কিছু রুখে দিয়ে এমন জয়লাভ এসেছে বলে তৃণমূলের দাবি। দিকে দিকে সমবায় সমিতিতে জয়লাভের ফলে বিজেপি পর পর খয়ীষ্ণু হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের দাবী। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তৃণমূল ব্যাপক সন্ত্রাস চালিয়েছে এবং ভয়-ভীতি প্রদর্শন করে বিজেপি সমর্থিত অধিকাংশ প্রার্থীদের নমিনেশন প্রত্যাহার করিয়েছে পাল্টা অভিযোগ বিজেপি শিবিরের।
দেশপ্রান ব্লকের দারিয়াপুর অঞ্চলের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সমর্থিত প্রার্থীরা ডেলিগেট নির্বাচিত হলেন। এই জয়ের পর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় অনেক কুৎসা রটানোর চেষ্টা হয়েছে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ভোটাররা সবকিছুকে উপেক্ষা করে মা মাটি মানুষের পক্ষে রায় দিয়েছেন। এই নির্বাচনে জয় এটাই প্রমাণ করল গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct