নুরউদ্দিন, রায়দিঘি, আপনজন: অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং মথুরাপুর এক নম্বর ব্লক শাখার উদ্যোগে মথুরাপুরে একটি শান্তি ও সম্প্রীতি সভা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার,মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা,মথুরাপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার,ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জিয়াউল হক লস্কর,নিজামুদ্দিন বিশ্বাস, ইমাম মোয়াজ্জেনের মথুরাপুর ১ নম্বর ব্লক কমিটি থেকে আব্দুল হাকিম মোল্লা, লুৎফর রহমান, আনসার পিয়াদা সহ প্রায় ২ শতাধিক ইমাম মোয়াজ্জেন। এদিন মথরাপুর এক নম্বর ব্লক সভাপতি মানবেনেন্দু হালদার বলেন,কেন্দ্র সরকার ভারতবর্ষটাকে হিন্দু মুসলিম ভাগাভাগি করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের মানুষ আমরা- হিন্দু মুসলিম একসাথে বসবাস করি,আমরা ভাগ হতে দেব না ভারতবর্ষকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রায়দিঘীর বিধায়ক অলক জালদাতা বলেন ভারতীয় সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন কেন্দ্রীয় সরকার,ভাগ করে দিচ্ছে হিন্দু-মুসলিম,আমরা চাইবো একত্রিত হয়ে মানুষ মানুষের পাশে থাকতে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংসদ বাপি হালদার বলেন শান্তি ও সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে একই সাথে চলতে হবে সকলকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct