সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: বাম আমলের তৈরি হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকরা যেই সুযোগ-সুবিধা পেত, বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তার থেকে অনেক ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে। বর্তমানে বাংলায় ১ কোটি ৭৩ লক্ষ অসংগঠিত শ্রমিক বিএসওয়াই প্রকল্পের আওতায় এসেছে। ইতিমধ্যেই ৩৫ লক্ষ অসংগঠিত শ্রমিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে, প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি। কেশপুরের মুগবসানে বিশাল শ্রমিক সমাবেশে বললেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেশপুরের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে ২৫০ এর বেশি আসন নিয়ে সরকার গঠন করার পর, মানুষের চাপে কেন্দ্রীয় বকেয়া দিতে বাধ্য হবে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন এই বাংলার বুকে প্রথম স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পাশাপাশি মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে তিনি উল্লেখ করেন । এই মঞ্চ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বদেরকে আগামী চার পাঁচ মাসের মধ্যে লক্ষাধিক অসংগঠিত শ্রমিককে আইএনটিটিইউসির ছাতার তলায় আনার আহ্বান জানান তিনি। এদিন উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, জেলা আইএনটিটিইউসি র সভাপতি সনাতন বেরা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, কেশপুর আইএনটিটিইউসি র সভাপতি তাজ মহম্মদ, জেলা জেলা পরিষদের দলনেতা মোঃ রফিক, আসিফ ইকবাল, শেখ হাসানুজ্জামান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct