সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের বেলডাঙ্গা - ১ ব্লকের মোট ২৩ টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক,জুনিয়র হাই স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে ২১ ও ২২ এ জানুয়ারি ২০২৫ বেলডাঙ্গা সি আর জি এস হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৭৬৮ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। মোট ৬৮টি ইভেন্টে ছিল। প্রথম দিন ছেলেদের খেলায় সারগাছি রামকৃষ্ণ মিশন সর্বাধিক ২২ টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ১২টি পদক পেয়ে কুমারপুর বি এন এম হাইস্কুল ফার্স্ট রানার্স আপ হয়। ১০ টি পদক পেয়ে মানিকনগর হাইস্কুল দ্বিতীয় রানার্স আপ হয়। দ্বিতীয় দিন মেয়েদের খেলায় কুমারপুর বি এন এম হাইস্কুল চ্যাম্পিয়ন হয় মোট ১২টি পদক পেয়ে এবং মানিকনগর হাইস্কুল ১০টি পদক পেয়ে রানার্স আপ হয়। ওভার অল চ্যাম্পিয়ন হয় কুমারপুর বি এন এম হাইস্কুল। দ্বিতীয় হয় মানিকনগর হাইস্কুল এবং তৃতীয় সারগাছি রামকৃষ্ণ মিশন। এই খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে বেলডাঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মন্ডল উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সহকারী শিক্ষক শিক্ষিকাগণ ও অভিভাবকরা।
সফল ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ায় সকলকে ধন্যবাদ জানায় এনামুল হক, সম্পাদক বেলডাঙ্গা ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস্ অ্যান্ড স্পোর্টস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct