চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে এম এল এ কাপ ও এমপি কাপের খেলা চলছে। আর সেই সূত্র ধরেই শনিবার কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের উদ্যোগে ঘটিহারানিয়া গোষ্ঠ মেলার মাঠে দুদিনের এম এলে কাপের শুভ সূচনা হলো। এদিনের শুভ সূচনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,মথুরাপুরের সাংসদ বাপি হালদার, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা,কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার সহ আরো। এখানে দু’দিনে মোট আটটি দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। কুলতলি পঞ্চায়েত সমিতি,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতি, কুলতলি থানা এবং গোপালগঞ্জ,দেউলবাড়ী দেবীপুর, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী, মনিরতট, জালাবেড়িয়া ১,২, নলগড়া, মৈপীঠ বৈকুন্ঠপুর, কুন্দখালি গোদাবর, বাইশহাটা, চুপড়িঝাড়া, মেরিগঞ্জ ১ ও ২ পঞ্চায়েত থেকে এই খেলায় অংশ নেয়। আর এই খেলা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল এই মাঠে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct