আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: আবার এসেছে “দুয়ারে সরকার”। ৩৭ টি সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে ২৪ শে জানুয়ারি থেকে নবম পর্যায়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। বোলপুর পৌরসভার তিন এবং চার নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় দিনে সরজমিনে কর্মসূচির অগ্রগতিতে অংশ নিতে উপস্থিত ছিলেন
স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি ডাইরেক্টর এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের সেক্রেটারী মাননীয় জলি চৌধুরী মহাশয় সঙ্গে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার মাননীয়া পৌরমাতা,পর্ণা ঘোষ মহাশয়া সহ বিভিন্ন পৌর আধিকারিক, প্রশাসনিক স্তরের সকল আধিকারিকবৃন্দ ও বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct