আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের অন্যতম ঐতিহ্যবাহী এবং ধনী দেশ সৌদি আরব। ক্ষমতার দিক দিয়ে পৃথিবীর অন্যতম দেশ সৌদি আরব। সম্প্রতি দেশটি তাদের জাতীয় সংগীতকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ এই কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারের। পৃথিবীব্যাপী সুরের জাদুকর হিসেবে খ্যাতিসম্পন্ন এই শিল্পী কাজ করেছেন ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’ ইত্যাদি সিনেমার গানে।
দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, সৌদি আরবে যে বিপুল পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে, তারই অংশ হিসেবে জাতীয় সংগীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, হলিউডের বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের কাজে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন।
সৌদি গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, জাতীয় সংগীত ছাড়াও জিমারের সঙ্গে ‘আরাবিয়া’ নামে একটি নতুন মৌলিক সংগীত রচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটি কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরবের জাতীয় সংগীত ‘আশ আল-মালিক’ (দীর্ঘজীবী হোন বাদশা)। ১৯৪৭ সালে মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে রচনা করেছিলেন। বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার প্রচলিত ‘আরব ফ্যান ফেয়ার’ ঘরানার।
উল্লেখ্য, মার্কিন তারকা হ্যান্স জিমারের ঝুলিতে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা এবং চারটি গ্র্যামি জেতার রেকর্ড। ‘দ্য লায়ন কিং’ ও ‘ডুন’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার পান তিনি। এমনকি দ্য ডেইলি টেলিগ্রাফের শীর্ষ ১০০ জন জীবন্ত কিংবদন্তির তালিকায় রয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct