আপনজন ডেস্ক: গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় জড়িত দুজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড।
গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় তাদের হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় ইরানের মেহের নিউজ এজেন্সি। খবরে বলা হয়, শুক্রবার ‘ডেথ অ্যাম্বুশ সিরিজ’ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায়, গত ৬ জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার, তার ডেপুটি ও আরো কয়েকজন দখলদার সেনা নিহত হন। ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন মেজর ডেভির জিওন রেভা ও তার ডেপুটি এইতান ইসরায়েল শিকনাজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। এ ছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় অংশ নিয়েছিল তারা।
সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, ৭ অক্টোবরের হামলার ‘মাস্টারমাইন্ড’ তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন। ওই হামলায় হামাসের বন্দুকধারীরা প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করেছিল এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে এসেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct