নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সীমান্তে বাঙ্কার দেখাটা বিএসএফের দায়িত্ব। ওটা রাজ্য পুলিশের এক্তিয়ার নয়। ওটা বিএসএফের কমান্ড জনের মধ্যে। ওখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। ফলে নদিয়ায় অবৈধ বাঙ্কার তৈরির দায়িত্ব বিএসএফকে নিতে হবে। শনিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদিয়া জেলায় সীমান্তে একের পর এক বাঙ্কার উদ্ধার হওয়ার ঘটনায় এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। বাঙ্কার ইস্যুতে মেয়র বলেন,
বিএসএফের দায়িত্ব। ওটা রাজ্য পুলিশের এক্তিয়ার নয়। ওটা বিএসএফের কমান্ড জনের মধ্যে ওখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। দু-একটা সিনেমাতে আমরা দেখেছি বজরঙ্গি ভাইজান। পাকিস্তানের দিকে এরকম বাঙ্কার রয়েছে। কিন্তু সত্যিকারের যদি বাঙ্কার থেকে থাকে ভারতবর্ষের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে।। শুধু ধর্মীয় মেরুকরণ বা রাজনীতি করে নয় ভারতের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। শহরে হেলে পড়া বাড়ি প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য,এলবিএসএসের না গেলে প্ল্যানটা করবে কি করে? প্রশ্ন মেয়রের।তাদের কাছে গেলে তারা দায়িত্ব নেন। যে কোনো অনৈতিক কাজ বা আনলফুল কাজ হবে না।
লক্ষী ভান্ডার নিয়ে সুকান্তর কটাক্ষ। মেয়রের পাল্টা মন্তব্য,আসলে উনি নিজেও মনে হয় মদ খান। তাই মদটা ওনার বেশি প্রিয়। কিন্তু লক্ষীর ভান্ডার আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষীর ঝাঁপি হঠাৎ লক্ষীর পুজো করি। আমাদের মা-বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভান্ডার। ও যে দলটা করে তাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct