আপনজন ডেস্ক: বিহারের বরাহাটে একদল মাদ্রাসা ছাত্রকে হয়রানি করে এবং সাম্প্রদায়িক হয়ে ওঠা ধর্মীয় স্লোগান ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে হামলাকারীরা। শুক্রবার বাঁকা জেলার এই ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, মাদ্রাসা ছাত্রদের দলটি চড়-থাপ্পড় মেরে সাম্প্রদায়িক স্লোগান দিতে বাধ্য করছে। স্পষ্টতই ভয়ে থাকা ছেলেদের মধ্যে একজনকে স্লোগানটি উচ্চারণ করতে বাধা দিতে দেখা যায়, যার ফলে আরও ভয় দেখানো হয়। ক্যামেরার পেছনে অদৃশ্য কিন্তু হামলাকারীরা তখন অন্য একটি ছেলের কাছে যায় এবং তাকে স্লোগান দিতে বাধ্য করে। ভয়ে ভয়ে ছেলেটি তাদের নির্দেশ অনুসরণ করে বিড়বিড় করে কথাগুলো বলতে লাগল। কিন্তু হামলাকারীরা ছেলেটিকে আরও ধাক্কা দিয়ে আরও জোরে স্লোগান দিতে বাধ্য করে। শিশুদের উত্ত্যক্ত করার পর হামলাকারীরা তাদের ছেড়ে দেয় এবং বিদ্রুপের সুরে মন্তব্য করে, ‘যাও আব তুম হিন্দু বন গয়ে’ (যাও এখন যাও, তোমরা হিন্দু হয়ে গেছ)। ভিডিওটির শেষে দেখা যায়, অপরাধীরা চিৎকার করে আল্লাহকে গালি দেয় এবং শিশুদের অপমান করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct