মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বাংলার অন্যতম সমাজসেবী শিক্ষক তথা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক বহুমুখী কর্মকান্ডে দেশে বিরল স্থান অর্জন করেছেন। তার মস্তিষ্কপ্রসূত রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেতনা উৎসব। এই ট্রাস্টের উদ্যোগে ১১তম চেতনা উৎসব শুরু হয়েছে। মানুষের সার্বিক চেতনার বিকাশ এবং সমাজের কল্যাণে এ উৎসব আয়োজন করা হয়েছে।
সেহারাবাজার রহমানিয়া আল-আমিন মিশনের ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবে শীতবস্ত্র বিতরণ, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, প্রতিবন্ধীদের সাইকেল বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। হাজী কুতুব উদ্দিন বলেন, “আমাদের উদ্দেশ্য গ্রামেগঞ্জে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা। আমরা চাই, সমাজের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অসহায়দের পাশে দাঁড়াক।”
উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. রমজান আলি, খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ, সেহারা ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সাইফুদ্দিন চৌধুরী এবং শেখ মইনুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন শেয়ারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাজী বদরুল আলম, সহ-সম্পাদক মাওলানা আশরাফ আলি এবং আল-আমিন মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম।
উৎসব তিন দিনব্যাপী চলবে, যেখানে স্থানীয় মানুষ, ছাত্র-ছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি চেতনাকে আরও উজ্জ্বল করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct