আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে নদিয়া জেলাতেও আজ শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। শুক্রবার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের আসাননগরে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ মহকুমাশাসক অন্য আধিকারিকরা।তেহট্ট-১ ব্লকের দুয়ারে সরকার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্র শিবিরে আগত আবেদনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা।নবমতম দুয়ারে সরকার পরিষেবায়, উপভোক্তাদের উপচে পড়া ভিড়।পরিষেবার প্রথম দিনে প্রত্যেকটি ক্যাম্পে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।বেশিরভাগ মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভূক্ত করতে আগ্রহী প্রকাশ করে, আর অন্যান্য ক্যাম্প গুলিতে বিভিন্ন পরিষেবার আবেদনের জন্য নাম নথিভুক্ত করে মহিলা এবং পুরুষ উভয়পক্ষে।চাপড়া,নাকাশিপড়া,সহ শান্তিপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ে শুরু হয় নবম তম দুয়ারে সরকার পরিষেবা। উল্লেখ্যযোগ্য বিষয়, গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আরো বেশ কিছু বিবরণ তুলে ধরেন তিনি,আর নবমতম দুয়ারে সরকার পরিষেবায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ক্যাম্প করতে দেখা যায়। যেখানে আবেদনপত্র জমা দিচ্ছেন নব প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ মানুষরাও। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন,এখনো পর্যন্ত দুয়ারে সরকার পরিষেবাতে অসংখ্য মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন,বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার উল্লেখযোগ্য। এছাড়াও প্রায় ৩৭ টি প্রকল্প রয়েছে নবমতম দুয়ারে সরকার পরিষেবাতে। প্রত্যেকটি প্রকল্পে মানুষ যাতে সুবিধা পায় তা সুনিশ্চিত করতে পৌরসভার অফিসার থেকে জনপ্রতিনিধিরাও ক্যাম্প গুলিতে পরিষেবা দিয়ে যাচ্ছে উপভোক্তাদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct