সাদ্দাম হোসেন, ধূপগুড়ি, আপনজন: শহরজুড়ে পুলিশি টহলদারির মাঝেও চোরদের দাপট থেকে যেনো কিছুতেই রেহাই পাচ্ছেনা শহর ধূগুড়ি। সিসিটিভি ক্যামেরার নজর এখন যেনো চোরদের কাছে জলভাত। কনকনে শীতের রাতে একদিকে যখন সাধারণ মানুষ ঘুমে মগ্ন ঠিক তখনই হানা দিচ্ছে চোরেরা। বৃহস্পতিবার গভীর রাতে ফের একবার ধূপগুড়ির একটি বড় মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটলে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়লো চুরির সব ভিডিও। ফুটেজে দেখা যাচ্ছে রীতিমতো মুখে কাপড় পেচিয়ে দোকানের জিনিসপত্র সাবাড় করতে ব্যস্ত এক চোর।
চুরি করে বহাল তবিয়তে সে দোকান থেকে বেরিয়েও গেল। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের একেবারে ব্যস্ততম ফালাকাটা গামি জাতীয় সড়কের ধারে একটি মোবাইলের শোরুমে। গভীর রাতে এক চোর দোকানের ছাদের উপরের টিন কেটে দোকানে প্রবেশ করে দোকানে থাকা ল্যাপটপ, বেশ কয়েকটি মোবাইল এবং নগদ কিছু ক্যাশ টাকা নিয়ে পালিয়ে দেয়। তবে বারংবার ধুপগুড়ি শহরের চুরির ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশী টহলদারির ভূমিকা নিয়ে। এদিকে শোরুমের মালিক বলছেন এভাবে চোরদের দাপাদাপি বাড়লে কিভাবে ব্যবসা চালাবো? তিনি আরও প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলি। সবকিছু সাজানো গোছানোই ছিলো কিন্তু টেবিলে কাজের ল্যাপটপ না থাকায় সন্দেহ হয়। তখন ছাদের উঠে দেখি একটি টিন কাটা, তারপর দোকানে জিনিসপত্র দেখি পুরনো কিছু মোবাইল এবং আমাদের প্রায় ১৫ হাজার টাকা নেই। তারপর সিসি ক্যামেরা ফুটেজ দেখেই বুঝতে পারি দোকানে চুরি হয়েছে। এদিকে ঘটনার খবর চাউর হতেই তদন্তে নেমেছে ধুপগুড়ি থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct