নিজস্ব প্রতিবেদক, মাাদরিহাট, আপনজন: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দলদলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আকরাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ ৯ বছর ধরে তিনি বিনামূল্যে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে তিনি দ্রুত ছুটে যান এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেন।
মানবসেবায় নিবেদিতপ্রাণ আকরাম তার ব্যক্তিগত বাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন। তার এই প্রচেষ্টা শুধু দুর্ঘটনার শিকার মানুষদের নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য এক অসামান্য উদাহরণ।
জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে মানুষের সেবা করাকেই বেছে নিয়েছেন মোহাম্মদ আকরাম। তার এই উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টা সমাজে সহমর্মিতার উদাহরণ হয়ে থাকবে। এই ধরনের কিছু মানুষের উদার অবদান আজও সমাজে দৃষ্টান্ত হয়ে রয়েছে। যা সুস্থ সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কোন প্রচার ছাড়াই নিস্তব্ধে কিছু মানুষ এই ধরনের সেবামূলক কাজে ব্রতী। তাঁর মোটরসাইকেলে লাগানো আছে এমারর্জেন্সি হুটার। মানুষ বিপদে পড়লেই সেই হুটার বাজিয়ে মোঃ আকরাম পৌঁছে যান ঘটনা স্থলে। দুর্গম পথ পেরিয়ে অতি দ্রুত পৌঁছন আর্ত ব্যক্তির কাছে। পরিষেবা দিয়ে দুর্মূল্য জীবন বাঁচানোর ঐকান্তিক প্রচেষ্টা চালান এই ব্যক্তি। ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে চলে তার এই মানবসেবা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct