আপনজন ডেস্ক: আবারো কানাডাকে অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, আমেরিকার কানাডার জ্বালানি, যানবাহন বা কাঠের প্রয়োজন নেই।
ট্রাম্প দেশটির ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটি যদি ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাষ্ট্র’ হতে চায় তবে শুল্ক এড়ানো যেতে পারে।
তিনি দাভোসের হলরুমে বলেন, ‘আপনি যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হতে পারেন এবং যদি আপনি এটি হন, তবে আমাদের আপনাদের ওপর আমাদের শুল্ক আরোপ করতে হবে না।
কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।
বাণিজ্য-নির্ভর কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকির কারণে কানাডা গভীর অস্বস্তির মুখে পড়েছে। তবে তারা বলেছে, ট্রাম্প প্রশাসন যদি শুল্ক আরোপ করে তবে ‘ডলারের বিনিময়ে ডলার’ প্রতিক্রিয়াসহ উল্লেখযোগ্য পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও লিংকের মাধ্যমে ট্রাম্প আরো বলেছেন, ‘আমাদের গাড়ি বানানোর জন্য আপনাদের আমাদের দরকার নেই, আমরা অনেক গাড়ি তৈরি করি। তাদের কাঠও আমাদের দরকার নেই কারণ আমাদের নিজেদের বন আছে...তাদের তেল, গাসেরও দরকার নেই, আমাদের যেকোরো তুলনায় অনেক বেশি আছে।’
ট্রাম্প দাবি করেছেন, কানাডার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২০০ বিলিয়ন থেকে ২৫০ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। তিনি এই পরিসংখ্যানটি কোথা থেকে পেয়েছেন তা স্পষ্ট নয়।
কানাডার সঙ্গে বাণিজ্য ঘাটতি ২০২৪ সালে ৪৫ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগই মার্কিন জ্বালানি চাহিদা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct