সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে লালবাগ মহকুমা হাসপাতালে চালু করা হল মা ক্যান্টিন। মুর্শিদাবাদ পুরসভার পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে স্মরণে রেখে মা ক্যান্টিন উদ্বোধন করা হল লালবাগ মহকুমা হাসপাতালে। সাধারণ মানুষ এবং রোগীর আত্মীয় যারা দূর-দূরান্ত থেকে হাসপাতালে আসেন, তাদের জন্য মাত্র ৫ টাকার বিনিময়ে স্বাস্থ্যকর ডিম-ভাত দেওয়া হবে এই মা ক্যান্টিন থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবা করোনার সময় চালু করেছিলেন, সেই পরিষেবা মুর্শিদাবাদ শহরের অন্যান্য জায়গার চালু থাকলেও হাসপাতালে ছিল না। অবশেষে হাসপাতালে মা ক্যান্টিন চালু করা হল।” পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার বলেন, “আমাদের ভগবানগোলা থেকে বহু রোগী-রোগীর আত্মীয়রা লালবাগ মহকুমা হাসপাতালে প্রতিদিন আসেন। তাদের জন্য স্বল্প খরচে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করায় পুরসভার পুরপ্রধানকে ধন্যবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct