তানজিমা পারভিন , হরিশ্চন্দ্রপুর, আপনজন: চিকিৎসকদের প্রশিক্ষণ ও সরকারি স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যকর্মী হিসাবে নিযুক্তকরন, জীবন বিমা করন ও সাম্মানিক ভাতা করন সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে
ইনফর্মার হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের ১৫ তম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের প্রায় চার শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে হাজির হয়। উপস্থিত ছিলেন, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল, চিকিৎসক ছোটন মন্ডল ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যরা। প্রত্যন্ত গ্রামে আজও আপদে-বিপদে ভরসার হাত বাড়িয়ে দেন গ্রামীণ চিকিৎসকরা। বলতে গেলে আজও বহু গ্রামে অসুখ করলে জরুরি ভিত্তিতে এই গ্রামীণ চিকিৎসকরাই প্রাণ রক্ষা করেন। কিন্তু প্রথাগত ডাক্তারি ডিগ্রি না থাকায় মুশকিল আসান গ্রামীণ চিকিৎসকদের বহু সমস্যায় পড়তে হয়। তাঁদের পরিচয়পত্র নিয়ে নানান প্রশ্ন ওঠে।
তাই তাঁরা এক ছাতার তলায় থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। জেলা চেয়ারম্যান মহম্মদ নৌসাদ আলি বলেন,২০০০ সাল থেকে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি। ২০১৫ সালে ৬ নভেম্বর রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে আংশিক হলেও দাবিগুলি স্বীকার করে এবং ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে স্বীকৃতি দিয়ে কিছু কিছু প্রশিক্ষণ দেওয়া শুরু করে৷ যদিও নথিভুক্তিকরণ প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ৷
প্রশিক্ষণ শেষে শংসাপত্রও দেওয়া হচ্ছে না এবং সরকারি স্বাস্থ্য পরিষেবায় সঠিকভাবে নিয়োগের পরিকল্পনা এখনও তৈরি হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct