নিজস্ব প্রতিবেদক , বহরমপুর, আপনজন: ন্যাক-এর মূল্যায়নে এ গ্রেড পেল বহরমপুর গার্লস কলেজ। ন্যাক মূল্যায়নে তারা পেয়েছে ৩.২। পূর্ববর্তী চক্রে এই কলেজটি বি গ্রেড ছিল। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত বহরমপুর গার্লস কলেজ কলকাতার বাইরে অন্যতম পুরনো গার্লস কলেজ। নারী শিক্ষার প্রসারে এই কলেজটি বরাবরই জেলা তথা রাজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। অমিয়া রাও ,প্রীতি গুপ্তার মতো অধ্যক্ষ কিংবা রেজাউল করিমের মতো গুণী মানুষের কর্মক্ষেত্র ছিল এই কলেজ। পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ এর নারী শিক্ষা প্রসারে এবং সংখ্যালঘু ছাত্রীদের শিক্ষার আলো দেখানোর ক্ষেত্রে এই কলেজটি রাজ্যে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে।
ন্যাকের স্বীকৃতি কলেজটিকে আরো এগিয়ে দেবে বলে জানালেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা। ন্যাক কোঅর্ডিনেটর ড. মধু মিত্রের মতে, সাম্প্রতিক সময়ে বহরমপুর গার্লস কলেজ বিভিন্ন পেশামুখী কার্যক্রম, অ্যাড অন কোর্স, কর্মশালা এবং বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেছে। ছাত্রীদের জীবিকা প্রবেশের ক্ষেত্রে এই ধরনের কোর্সগুলি ন্যাক উচ্চশিত প্রশংসা করেছে। তিনি আরো জানান, মুর্শিদাবাদ জেলার সামগ্রিক চর্চার একটি গবেষণা কেন্দ্র সেন্টার ফর মুর্শিদাবাদ স্টাডিজ এবং আর্ন হোয়াইল লার্ন স্কিম ন্যাক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি আরও জানান এই মুহূর্তে জেলার একমাত্র এ গ্রেড প্রাপ্ত কলেজ বহরমপুর গার্লস কলেজ। বহরমপুর গার্লস কলেজের এই অসাধারণ স্বীকৃতি সামগ্রিকভাবে মুর্শিদাবাদ জেলার মানুষের মধ্যে উদ্দীপনার সঞ্চার করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct