আব্দুস সামাদ মন্ডল , বিষ্ণুপুর, আপনজন: ওয়াকফ বিলের বিরোধিতা সহ বিভিন্ন দাবি নিয়ে ব্রিগেডে সভা করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমডহরার কবরস্থান ময়দানে এক বিরাট ধর্মীয় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এর কর্ণধর এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ট এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই দিন পীরজাদা আব্বাস সিদ্দিকী সংখ্যালঘু দলিত আদিবাসী পিছিয়ে থাখা মানুষের অধিকার নিয়ে ঝাঁঝালো বক্তব্য দেন। তিনি বলেন অন্যায় বরদাস্ত করা হবে না তাতে যা হয় হবে। তিনি ওয়াকফ নিয়ে দিদি মোদিকে এক পাল্লায় রেখে দিয়ে বলেন দিদিকে বিশ্বাস করতে পারছি না। কারণ ২৪ পরগণায় পীর গোরাচাঁদের ৯০০ বিঘা জমি ছিলো সেটা সংখ্যালঘুদের জন্য ওয়াকফ করে গিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে ৮৯৭ বিঘা জমি আর নেই। দিদির সরকার তা গায়েব করে দিয়েছে। তাই আমরা দিদিকে বিশ্বাস করতে পারছি না।
তিনি সকলকে হাত তুলে ওয়াদা করিয়ে নেন যে সংখ্যালঘুদের বিভিন্ন দাবিদাবা সহ ওয়াকফের বিরুদ্ধে ব্রিগেডে ডাকা সভায় যেন যোগ দেন।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে কটাক্ষ করে বলেন আমি গাড়ি খরচা,বিরিয়ানী এবং রোজ দিতে পারবো না অন্যান্য নেতা-নেত্রীদের মতো, শুধুমাত্র নিজেদের অধিকারের জন্য আমায় সাথ দিন।
উল্লেখ্য গতকাল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পঞ্চম বার্ষিক প্রতিষ্ঠা দিবসে আব্বাস সিদ্দিকী এবং দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকীকে সভাতে যেতে অনুমতি দেয়নি মহামান্য হাইকোর্ট। এ নিয়ে তিনি বলেন আমি আদালতের উপর এবং দেশের আইনের উপর সম্পূর্ণ আস্থা ভরসা এবং মান্যতা দিয়ে গতকাল বিনা সেনাপতিকে জয়ী হয়েছি।
অবশেষে বিশ্ববাসী তথা মজলুমদের জন্য দুয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct