দেবাশীষ পাল , মালদা, আপনজন: ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বৈঠক। বেশ কিছু ধরে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা দেওয়া নিয়ে সীমান্ত এলাকায় বিবাদ শুরু হয়েছে। সোনামসজিদে বিওপি এলাকায়, বিএসএফ মালদা সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডারের মধ্যে একটি সীমান্ত সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই উচ্চ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা নিশ্চিত করার প্রতি উভয় বাহিনীর অঙ্গীকারকে তুলে ধরে।
মালদহের সীমান্ত এলাকায় অবৈধ চোরাকারবারি রুখতে ও সুখদেবপুরে সীমান্তে তারকাঁটা দেওয়া নিয়ে সমস্যা শুরু হয়েছিলো তা নিয়ে বৈঠক,নিরাপত্তা বাহিনী (বিএসএফ) প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সেক্টর হেডকোয়ার্টার্স বিএসএফ মালদার ডিআইজি শ্রী তরুণ কুমার গৌতম, এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সেক্টর হেডকোয়ার্টার্স বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবন রউফ। প্রতিনিধিদলের উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার এবং সেনাবাহিনীর অফিসাররা ছিলেন।সীমান্ত এলাকায় পারস্পরিক স্বার্থের সীমান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ ও নিয়ন্ত্রণ করতে আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষক ছাড়া অন্যদের অবৈধ ভাবে চলাচল রোধ,আলোচনা করা হয় এবং ঐকমত্য তৈরি হয়। উভয় পক্ষই পারস্পরিক সংলাপ এবং ঐকমত্যের মাধ্যমে সীমান্ত সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন।
বি এস এফ সুত্রে জানা গিয়েছে, বৈঠকে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার উপরও জোর দেওয়া হয়েছে। বৈঠকে সাম্প্রতিক উদ্বেগগুলিও আলোচনা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct