সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের নালা থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল স্থানীয় এক মাটি মাফিয়ার বিরুদ্ধে। ওই মাটি মাফিয়া তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, একসময় গোবরা নালার জলে ভগবানগোলার কৃষি জমি সুজলা সুফলা হয়ে উঠত। সময়ের সাথে কোথাও খাল, আবার কোথাও ডোবায় পরিণত হয়েছে এই নালা। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গোবরা নালা সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এই গোবরা নালা থেকেই মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল স্থানীয় এক মাটি মাফিয়ার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার ভগবানগোলা-১ ব্লকের ৩৪ নম্বর ভূধর কিসমত মৌজায় সেচ দপ্তরের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। ভূধর কিসমত মৌজায় ২৫১৯ নম্বর দাগে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের ৯.৯৫ একর জমি রয়েছে ক্যানেল বা নালা হিসেবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল গত পঞ্চায়েত নির্বাচনে পরাজিত প্রার্থী তথা তৃণমূলের সক্রিয় কর্মী আফিজুল শেখ। ওই তৃণমূল নেতা বুধবার সকাল থেকে একটি জেসিবি এবং ১০ টি ট্রাক্টর লাগিয়ে মাটি কাটা শুরু করে। ঘটনার খবর পেয়ে সেখানে সেচ দপ্তর ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা পৌঁছে মাটি কাটা বন্ধ করে দেয়। এই বিষয়ে সেচ দপ্তরের বহরমপুর মহকুমার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রনজিৎ ঘোষ বলেন, “ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের লোক এবং আমাদের লোকজন সঠিক সময়ে পৌঁছে মাটি কাটা বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ ওই সময় না পৌঁছানোর কারনে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতিদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিতে চলেছি।” এ বিষয়ে জানতে ভগবানগোলার বিধায়ক তথা ব্লক তৃণমূলের সভাপতি রেয়াত হোসেন সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা আবু সায়েম রিপন বলেন, “অবৈধ মাটি কাটার সঙ্গে দলীয় কেউ যুক্ত থাকলে দল নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক।” ঘটনা প্রসঙ্গে ভগবানগোলার মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গড়াই বলেন, “পুলিশ গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশের গন্ধ পেয়ে দুষ্কৃতীরা জেসিবি ও ট্রাক্টর নিয়ে পালাতে সমর্থ হয়েছে।”
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ দেরি করে ঘটনাস্থলে পৌঁছানোর কারণেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে সেচ দপ্তরের দাবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct