নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: নেতাজি স্বল্পদিন প্রশাসনে ছিলেন। পুরসভা চালিয়েছেন নেতাজীর দিশা বা নেতাজির মিশনে দেশ চললে আজ উন্নততর দেশের মধ্যে ভারত থাকতো। দেশে সাম্প্রদায়িক হানাহানি হত না, সাম্প্রদায়িকতা হত না। দেশকে অন্য জায়গায় পৌঁছে দিতেন তিনি। বৃহস্পতিবার নেতাজির জন্মদিন উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন দিনি বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনা করে বলেন, তিনি খুব ছোট মনের পলিটিক্স করছেন। জীবনের সবকিছু নিয়ে মুখ্যমন্ত্রী মানুষের সেবায় ব্রত নিয়েছেন। অনেক অপমান অনেক লাঞ্ছনা অনেক মার সহ্য করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। বিরোধী দলের নেতার দয়ায় নয় ; মানুষের সমর্থন নিয়ে গেছেন।
পার্সোনাল খোঁচা, মুখ্যমন্ত্রী কে খোঁচা এগুলো নিকৃষ্ট মনের পরিচয়।
ট্যাংরার বহুতল নিয়ে মেয়র বলেন,
নিশ্চিতভাবে এখনো ওনারা আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। পাশের সাদা বাড়ির (নির্মীয়মান) তার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বাড়িতে লোক আছে সেই বাড়িতে আজ স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে। তারপর ওনারা রিপোর্ট দেবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct